এখনো কি সকালবেলার চিলতে আলোয়
সদ্য ভেজা চুল গুলো রোজ দিচ্ছো মেলে,
এখনো কি একটু হেসে লাফিয়ে উঠো
হাসনাহেনা-গন্ধরাজ আর জুঁই-জবাদের পেলে।
এখনো কি দুপুরবেলায় বেলকনিতে
রং তুলিতে আমার ছবি আঁকো
এখনো কি আমায় ভেবে ওই রংধনুতে
আপন মনে সাতরঙা আদর মাখো।
এখনো কি বিকেল ছাদে গরম চায়ে
দোলনা দোলে শরৎ পড়ো
এখনো কি টবের উপর দোলনচাঁপায়
একটা-দুটো নীল প্রজাপতি ধরো।
এখনো কি সন্ধ্যে হলে
ছুট্টে যাওয়া সন্ধ্যে তারায় আমায় খোঁজো
নাকি আবার মুখ লুকিয়ে নীরব হয়ে
ছিঁচকাঁদুনে একটু কেঁদেই চোখটি বোঁজ।
এখনো কি রাত্রি বেলায় চাদর ছোঁয়ায়
এই পাগলের আলতো আদর চাও
নাকি আবার রাগ করে সেই আমায় ফেলে
ঐ জোছনা মাখা চাঁদের পাশে যাও।
এখনো কি থাকিস রেগে পুষে যত অভিমান
রাগ করেনা লক্ষীসোনা-ছিঁচকাঁদুনে,
বৃষ্টি হয়ে দেখিস ঠিকি আসবো ছুটে, মাত্র ক’দিন
ভালোবাসা তাই রাখছি গুনে।