মেঘের ডাকে উঠে
গেলাম নদীর ঘাটে
মেঘলা আকাশ দিন
ওদের কাছেই ঋন
বৃষ্টি এলে শেষে
ভিজবো সবুজ ঘাসে
ঝাপসা চোখে দেখি
মাছরাঙ্গা সব পাখি
বৃষ্টির ঝাপটা বাড়ে
ঢেউ খেলে কিনারে
পাখি হবো নাকি?
দিলাম সবে ফাঁকি
বৃষ্টি ভীষন বাড়ে
ঘরে ফিরবো নারে
নদী হয়ে যাবো?
বৃষ্টি ছোঁয়া পাবো
ওকি! শামুক খোলে পানি?
দেখি কুড়াই একটুখানি
যাহ!বৃষ্টি থেমে গেলো !
ঠান্ডা বাতাস এলোমেলো
সন্ধ্যে নামলো বুঝি?
সাঁঝ তারারে খুঁজি
একটি যুগ আগে
এই নদীরিই বাঁকে
ঘুম পাগলী তুই
নদীর বুকে ছুঁই
ঘুমের কথা বলে
শাড়ীর আচল দিলি জলে
আমার কাদা মাখা পায়ে
একা সন্ধ্যের পথ গাঁয়ে ।