আয়নার সামনে বুক ফুলিয়ে
মন্ত্রীসাব কয়
ক্ষমতার সব উৎস আমি
আমার কিসের ভয়।
সৈন্য আছে, সামন্ত আছে
টাকা কাড়িকাড়ি
এ সবকিছু দিয়ে আমি
মৃত্যুকেও ছাড়াতে পারি।
পেট আমার ভরে নারে
পিচাশের মত জ্বালা
লুট করা সব সম্পদে দে
মস্ত বড় তালা।
প্রতিনিধির মুখোশে আমি
নব্য জমিদার
রক্ত মাংস চিবিয়ে খাব
থাকবে শুধু হাড়।
একদিন হঠাৎ সর্দিতে
চিৎ মন্ত্রী বাবু
নিজের গড়া ফাঁদের মাঝেই
খাচ্ছেন হাবুডুবু।
ঔষুধের সাথে টাকা এখন
গুলিয়েও যদি খান
উপর ওয়ালার বিচার থেকে
কি পাবেন পরিত্রান?
হক মেরে যে সম্পদের পাহাড়
গড়েছেন এতদিন
“দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা
শুধিতে হইবে ঋণ”।