চেনা মুখ দেখা দিল কতদিন পরে-
দু’শো চারশোর জন সমাবেশে,
সমাজ----বড়ই আপন হল
এই ভাগ্য জয়ের মাসে।

বিষিয়ে নেই প্রতিদিন পরিশ্রমের দেহ---
আশ্বাসের রুপভরা প্রহরে,
একটু খানি ছিটে জলের আশায়
ভির বেড়েছে গ্রামে ও শহরে।

সইছে দেহ বৃষ্টি ও ঘাম জলে
মাথার উষ্ণতা গদির লোভে সজাগ,
যদিও মেঘটা সাধ পূরণের ক্ষণে
চাইছে আলো বীজটা আরো গজাক।

তারা বলছে আসবো আবার ফিরে...
ফসল ফলাবো দশ বা কুড়ি দিনে,
সময় হলেই চেষ্টা করবো পর্দায়
এমন করেই আমাকে যাবে চিনে।

ফুটপাত ওঠে আবাসনের নেশায়...
নিয়ম থাকতেও টাকা ঢোকে অন্ধকারে,
সাবধান! লাঠি ভাঙবে তোমার পিঠে
আওয়াজ যদি যায় ওই পারে ওই ঘরে ।।