আধুনিক কবিতা -মন আঙিনায়
কলমে - চাতক পাখি
আলোর ঠিকানায় ছুটতে ছুটতে
কখনো যে মেঘের আড়ালে
গিয়েছে তার মুখ ঢেকে।
আমি হন্যে হয়ে খুঁজি তারে
সে যেন মেঘনাদ হয়ে খেলে লুকোচুরি,
দেয় দেখা মেঘেদের ফাঁকে ফাঁকে।
আমি হাতড়ে মরি,
যেনো সে কয়েশ ক্রোশ যোজন দূরে
বেঁধেছে ডেরা মেঘেদের ভালবেসে।
আমি বুঝি ,আমি বোধ হয় ছোটখাটো বোম্বেটে
তাই কুলোয়নে হাত সেথা
তাই স্বপ্ন দেখি রাতের বালিশে।
গুমরে গুমরে ফাঁপড় উঠে
বুকের ভিতর ম্যাগমা জ্বলে
অশ্রু সিক্ত আঁখির তলে।
যেনো মন আঙিনায়
পুড়ছে সেতো ,
একেই নাকি বিরহ বলে।
যেনো সে প্রেম একপেসে,
চিনছে না সে মায়া টাকে
তবুও যেনো তাকেই চাই।
জ্বলুক পুড়ুক মরতে রাজি ,
যদি সে ফিরে
তাই বুক বাঁধে সে মন আঙিনায়।
সমাপ্ত