সময়ের খেলা এমন যে সব নুতন কে পুরাতন হতেই হয়, সময়ের কাছে হার মানতেই হয়। কিন্তু যেটা প্রকৃত নুতন সেটা পুরাতনের মাঝেই নুতন। আবার কবিগুরুর ভাষায়, যেটা ভালো-মন্দের উপরে, চাওয়া-পাওয়ার বাইরে, যেখানে থাকেনা কোনো দায়িত্বের ভার, যার মুল ভাব দয়া, করুণা, প্রেম - সেটাই হল চির-নুতন, সেখানেই আসে সৃষ্টি। তাই হয়তো প্রকৃত নুতনের আগমন সময়ের সাথে নয়, ভাবনার হাত ধরেই হয়।
হে নুতন "তোমায় স্বাগত"!!
মেঘ গরজে, জীবন পরশে, জীবন রেখা তবু তারি পানে ধায়,
জীবনের মরুপথে রিম ঝিম ধারাতে, সহস্র জলছবি হায়!
আজ যেন সেই মরুপথে, মিলছে এক সাড়া,
জীর্ণ শরীর আমায় বলে, তুই সোজা হয়ে দাঁড়া।
ঈশাণ কোনে জমেছে মেঘ, মিলছে তারি ডানা,
ঘোর নিদ্রায় লিপ্ত রবি, গুটিয়েছে তার থাবা।
অঝোর ধারায় ঝরবে এবার, মিটবে সকল জ্বালা,
শুনে রাখ সব সুখ-পাখির দল, এবার তোদের তৈরি হওয়ার পালা।
জেগে যা তোরা, সেজে যা তোরা, ঘুমাসনে তোরা আর,
ফুল ফুটেছে মনের বনে, ডাকছে সে বারবার।
স্থির হয়ে তোরা থাকবি কদিন, বয়ে যা তোরা বয়ে যা,
চুপি চুপি এসে মনের পরাগ নিয়ে, একটিতে অপরটি মেশা।
ডানায় মেখে নুতনের গন্ধ, বাতাশে আজ নুতন বসন্ত,
কানে কানে গিয়ে বলে আয় শুধু 'তোমায় স্বাগত'।
গুরুদেবের কৃপায় নতুনত্ব যেনও আমাদের ভাবনায় লাগে, আমাদের কর্মে লাগে। নতুন বছর সবার ভালো কাটুক।
জয় গুরু!!