তোমারি সৌন্দর্য নারী,
কালো মেঘের আড়ালে পূর্ণ গোলাপী চাঁদ,
ভুমধ্যসাগরীয় চারিধার!
শুস্ক শুন্য মরুমাঝে,
রক্ত চক্ষু খুলি বসি অনন্তকাল,
তপ্ত সন্ন্যাসী হৃদয়ে!
যুগে যুগে দেবগনে চাহি তার পানে,
ঢালিছে আতর, মত্ত সেই ধ্যানে,
বহিছে তরঙ্গ হৃদয় থেকে শরীরে,
হিমালয়ের গর্ভ হতে মুক্ত আকাশে,
প্রাচীন সভ্যতার মৃত জীবাশ্মে,
যাহা কিছু ছিল, যাহা কিছু শেষ হবে,
তোমারি সৌন্দর্য নারী!!