বাংলায় আমি চোখ ধুয়েছি, বাংলায় দেখি মুখ,
বাংলায় আমার আরশিনগর, শত জনমের সুখ।
বাংলা মায়ের আঙুল ধরে, দেখি বিশ্বের রুপ,
বাংলা মায়ের রাঙা কপাল, ভাঙে আমার ঘুম।
ঐ রাঙা রঙে রেঙে, আমার পথের আঁকে বাঁকে,
হাসি কান্না সদা বাজে, টাকডুমাডুমডুম।
চাওয়ার পরে পাওয়া, আর পাওয়ার পরে চাওয়া,
বাংলা মায়ের চরণ যুগল, পূর্ণ জনম নেওয়া।
মনের ভেতর মন, আর ঘরের ভেতর ঘর,
বাংলার ঐ পাগল হাওয়ায়, উঠল এবার ঝড়।
ঐ হাওয়ারই টানে টানে, ঢেউ গুলো সব আমায় ডাকে,
সুখ দুঃখ সদা বাজে, টাকডুমাডুমডুম।
বাংলা আমার জগত জননী, বাংলা জগত মাতা,
বাংলায় আমি পুজি তোমায়, ওগো ভারতমাতা।
পাহাড়-পর্বত, নদি-নালা, সবই মা তোর উপমা,
ফুরায় আমার সকল ভাষা, কেমনে বলি সেই রুপের কথা।
ঐ রুপেরই আভা মেখে, আহা রে সে কি আনন্দে,
জীবন মৃত্যু সদা বাজে, টাকডুমাডুমডুম।