হয়ত কোনও সাদা বকপাখি, কিংবা কোনও রঙীন মাছরাঙা,
তোমার ঐ ঢেউ-এর খেলা, আমার আবিরাম চেয়ে থাকা।
তোমার আবিরাম বয়ে যাওয়া, মহাকাল সে পেল দিশা,
দিশা দাও শুধু এই ক্ষনেরে, পাড়ি দেব তারি সীমা।
তোমার ঐ সচল ধারা, ভাঙে পাহাড়ের নীরবতা,
ভাঙো এবার এই অধমেরে, অনেক কথা আছে লেখা।
নদীর ঐ স্রোত হয়ে, তুমি যাও বয়ে কোনও অচিন ঠিকানায়,
কুলে আমি বসে একা, যেন কোনও অসীম অপেক্ষায়।
তোমার ঐ মাঝে ওঠা, কোনও ভাটিয়ালি গানের রুপকথা,
অঙ্গ তোমার জোত্স্না মাখা, সকল দুঃখের পরিপূর্ণতা!
তোমার চারপাশে বেড়ে ওঠা, আকাশচুম্বী অট্টালিকা,
সহস্র সুখের কিলবিল, আর তার পরাধিনতা।
তোমার ঐ জোয়ার-ভাঁটা, রাত্রি পেল দিনের কিনারা,
বাজল কাঁসর-বাজল ঘন্টা, ফিরে দেখ, কর করুণা।
নদীর ঐ স্রোত হয়ে, তুমি যাও বয়ে কোনও অচিন ঠিকানায়,
কুলে আমি বসে একা, যেন কোনও অসীম অপেক্ষায়।