হয়ত কোনও সাদা বকপাখি, কিংবা কোনও রঙীন মাছরাঙা,
তোমার ঐ ঢেউ-এর খেলা, আমার আবিরাম চেয়ে থাকা।

তোমার ঐ সচল ধারা, ভাঙলো পাহাড়ের নীরবতা,
ভাঙো এবার এই অধমেরে, অনেক কথা আছে লেখা।

নদীর ঐ স্রোত হয়ে, তুমি যাও বয়ে কোনও অচিন ঠিকানায়,
কুলে আমি বসে একা, যেন কোনও অসীম অপেক্ষায়।