সখের বাজার চারিধারে, সুখের ছোঁয়া নাই,
সখের হাঁড়ি বোঝাই হলে, সিন্দুকে সাজাই।
আমার মনের কালো জলের, কূলের খবর নাই,
নৌকা শুধু ভেসে চলে, দিন গনে সদাই।
তোমার এই জাদুঘরে, একলা কোনে হায়,
বসে বসে আমি ভাবি, যদি সে মায়ার পরশ পাই।
যে মায়াতে সূরযি ওঠে, ভোরের আলো মেখে,
আমার মনে স্বাদ জাগে, সকল আধাঁর শেষে।
যে মায়াতে কানাই সাজে, রাঙে মন রঙে,
আর সাজে দূর্বারানি, হীরক মালার টানে।
নানান রঙের জাদু আছে, এই জাদুঘরে,
সোনার কাঠি, রুপোর কাঠি, সেই রাজকন্যার পরে।
সেই কাঠির ইশারাতে, জানি তুমি যাবে অনেক দুর,
স্বপ্ন সব সত্তি হবে, ফুটবে খুশির ফুল।
সেই খুশির ফুলের গন্ধে, পাগল আমি হায়,
বসে বসে আমি ভাবি, যদি সে মায়ার পরশ পাই।
সখের বাজার চারিধারে, সুখের ছোঁয়া নাই,
সখের হাঁড়ি বোঝাই হলে, সিন্দুকে সাজাই।
আমার মনের কালো জলের, কূলের খবর নাই,
নৌকা শুধু ভেসে চলে, দিন গনে সদাই।