ভাবনারা যখন শব্দছাড়া, চায়না পেতে কোনও ভাষা,
সুদুর পাড়ের দুর আকাশে, হাওয়ায় মোড়া মুগ্ধোতারা।
দৃষ্টি যখন চায়না আলো, চায়না ছুঁতে চোখের পাতা,
মনের মাঝে, অনেক গভীরে, কিসের এমন উজ্জ্বলতা!
নিজেরে না ভাঙলে জানি, যায়না যে তোমায় গড়া,
চুন-সড়কি তৈরি হাতে, দিয়ে যাও সে ব্যাকুলতা।
নিজেরে না হারালে জানি, যায়না যে তোমায় পাওয়া,
হারায় আমার সকল দিশা, বলে যাও তুমি সেই ঠিকানা।