ফেলে রেখে পৃথিবীর সব কোলাহোল, ঐ পাড়ের নীল সীমানায়,
হারিয়েছি আমি কোনও গভীর সাগরের, সবুজ ঠিকানায়,
ঝিরি ঝিরি বৃষটি ঝরে, মেঘেরা পাল তুলে যায়,
লাভ-ক্ষতির সকল ব্যাস্ততা, ঢেউ হয়ে সব দুরে সরে যায়।
ঘর ছেড়েছি আমি বারে বারে, আমি ঘরের-ই আশায়,
পথে নেমেছি আমি শুধু শুধু, আমি পথের-ই নেশায়।
সেজেছি আমি নানান রং-এ, আমার মনের ইশারায়,
যেমন সাজে দূর্বারানি, হীরের মালা গলায়।
যেমন সাজে মধ্য-রবি, আগুন মেখে গায়,
আর সাজে নিশীথ রাতি, বিজলীর ছোঁয়ায়।
যেমন সাজে বরষা-রানী, জানালার কিনারায়,
যেমনি আমি সেজেছিলাম, আহা! আমার মরণের কালে হায়!
ফেলে রেখে আমার সকল বেলা, ঐ কালের সীমানায়,
আলসেমিরে সাথী করে, আমি এখন আমার-ই অচেনায়।
নীরবতার বানী ছন্দে মেখে, মুগ্ধতার-ই গান শোনা যায়,
ভাল-মন্দ, সংসারভার, এবার সব-ই নিল বিদায়।
সকল ইচ্ছে এবার পেল আকার, যখন সকল আকার সেই নিরাকারে পায়,
আকাশ ঘেরা ভূবন আমার, চলেছি আমি, আমি তারি সীমানায়।
ঘর ছেড়েছি আমি বারে বারে, আমি ঘরের-ই আশায়,
পথে নেমেছি আমি শুধু শুধু, আমি পথের-ই নেশায়।