আজকে হয়ত সাজবো আবার, ভিজবো মন রঙে,
যেমন সাজে দূর্বারানি, হীরক মালার টানে।
যেমন সাজে মধ্য-রবি, গায়ে আগুন মেখে,
আর সাজে নিশীথ রাতি, বিজলীর চমকানিতে।
যেমন সাজে বরষা-রানী, জানালার কাচ বেয়ে,
যেমনি আমি সেজেছিলাম, আহা! সেই মরণের বেশে।
স্বপ্ন যখন মেলে ডানা, সেই অচীনপুরের তালে,
সেখান থেকেই আসছি আমি, তারি ধরার তলে।