মেঘেদের ঐ আসর ভেঙে,
ঝরব তোর দু-নয়নে,
আর বৃষটি-র ঐ ফোঁটা হয়ে,
রাখব তোকে আড়াল করে।
সাঁঝের ঐ আলো হয়ে,
ভাসাব তোকে অনেক গভীরে,
আর তোর চাঁদের শিখা হয়ে,
থাকব তোর আকাশ জুড়ে।
বইতে আমি রাজি আছি,
আমার আলোর দিশা পেরিয়ে,
কারন, ঝক্ঝকে যে করব আমায়,
তোর ঐ চোখের কালো মেখে।
এ মনের কামনার হায়, অন্ত কোনো নাই,
যেইখানে মরন, সেইখানেই জিবনের স্বাদ পাই।