আকাশের মুখে আজি বাদলের গান,
সাহারার বুকে সিন্ধুর প্রাণ,
সময় এবার শুধু মহাকর্ষ-টান,
সকল অপেক্ষার এই অবসান।
আজ ঝড়-ঝড়-ঝড় নাচে যে মন,
মেঘের খোলা চুলের আদর,
পুরানো যা কিছু আবার হল নুতণ,
পাহাড়ের গায়ে বরষা-চাদর।
আজ ঝড়-ঝড়-ঝড় নাচে যে মন,
নিঝুম রাত্রি এবার জমায় আসর।
জীবন যদি পায় সেই দুই খণ,
কাঁটার উপর সাজে ফুলের বাসর।
আজ ঝড়-ঝড়-ঝড় নাচে যে মন!!