তাকাস না আর আমার দিকে, সে সাহস আমার নেই,
আমার কিছু যায় আসে না, ঝরবি তুই এ-নয়নেই।
আজকে হয়ত হাসব আবার, সেই অচেনা মুখে,
খুঁজতে গিয়ে ঠিকানা আমার, কোনো ছায়াপথের হাতছানিতে।
আজও হাসে বাঁধন খুলে, সেই কালো চুল,
চোখের পাতা বন্ধ আমার, আমার নেই কোনো ভুল।
আজও ফোঁটে সেই বৃন্তে, সেই লাল ফুল,
তারি শোভায় মুগ্ধ আমি, আমার নেই কোনো ভুল।
তাকাস না আর আমার দিকে, সে সাহস আমার নেই,
আমার কিছু যায় আসে না, ঝরবি তুই এ-নয়নেই।
আজকে হয়ত সেই মেঘ হব, থাকব সেই আকাশ জুরে,
ঝরে পরব আঝোর ধারায়, আবার সেই বৃষটি হয়ে।
আবার সেই নদি হব, বয়ে যাব সব পেরিয়ে,
ঢেউ হয়ে আছড়ে পরব, তারি সকল ব্যাথা নিয়ে।
আজও ওঠে সেই ঝড়, আমার ভাঙে দুই কুল,
তারি নেশায় পাগল আমি, আমার নেই কোনো ভুল।
আজকে আমি অশ্রু হারা, পেয়েছি ব্যাথার ফুল,
হারিয়েছি আমি নিজ গভীরে, আমার নেই কোনো ভুল।
তাকাস না আর আমার দিকে, সে সাহস আমার নেই,
আমার কিছু যায় আসে না, ঝরবি তুই এ-নয়নেই।