হাজার বছর পরে যদি আমি হই সেই জন,
যারে তুমি খুঁজেছিলে তোমার মনের ভিতর।
যদি হই সেই রাজপুত্র,
যার ঘোঁড়ার পা-এর শব্দ আজও ডাকে,
সেই সাত সমুদ্র।
যদি হই সেই অসীম আকাশ,
যেখানে তুমি স্বপ্ন দেখ,
ছেড়ে সকল শ্বাস।
হাজার বছর পরে যদি হই কোনও ঘন কালো মেঘ, বুকে যার হাজার ব্যাথা,
যে ব্যাথায় ঐ পদ্মমুখে শোভে, তারি-ই পদ্মকাঁটা।
যদি হই সেই বৃষটি,
যারে তুমি ডেকেছিলে জানালাধারে,
তোমার নগ্ন হাতের ছোঁয়ায় যার সৃষটি।
হাজার বছর পরে আমি হব সেই সব কিছু,
যা কিছু তুমি চেয়েছ আর চাইবে তুমি যেসব কিছু।
হাজার বছর পরে যদি আমি হই সেই জন,
চিনে নেবে কি তখন তুমি আমায়, ছিঁড়ে মোর সকল গোপন বাঁধন।
তখন-ও যদি থাকি নীরব হয়ে, যদি না হয় কিছু বলা,
ভরবে কি তুমি ভূবন আমার, সাজিয়ে তোমার কথার মালা।
দেখব আমি চুপটি করে, আজও যেমন আমি দেখি,
হারিয়ে যাব একই ভাবে, হে আমার গোপন অতিথী।
হাজার বছর পরে আমি হব সেই জন,
হয়ত বা তারও হাজার বছর পরে আমি হব যে জন।