গনতন্ত্র তুমি-
হিন্দি-উর্দু-বাংলা সেজে,
নাকি গালিবের ঐ কলম ছুঁয়ে, নজরুলের চির উন্নত শিরে!
গনতন্ত্র তুমি-
শিক্ষার বেশে মনুষত্ব খুনে,
নাকি শত্রুর হাতে হাতটি রেখে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে!
গনতন্ত্র তুমি-
রাজনীতির ঐ কালো রঙে,
নাকি রক্তে রাঙা শহীদ ভাইয়ের বুকের মাঝে!
গনতন্ত্র তুমি-
হিন্দি-উর্দু-বাংলা সেজে,
নাকি সর্ব-ধর্ম সর্ব-জাতি নির্বিশেষে!