রইব না আর বন্দি হয়ে,
অসীমের এই সীমার কাছে,
থাকব না আর চুপটি করে,
ভাসব এবার আপন সুরে।
খেলা এবার হবে শুরু,
মেঘের সাথে লুকোচুরির,
চুলের বাঁধন খোলা আমার,
সহেনা আর এমন দেরি।
বৃষটিতে মোর অঙ্গ ভেজে,
খোলা কানের দুল,
দখিন হাওয়ায় হাওয়ায় ঝরে,
ওই কাননের ফুল।
রইব না আর বন্দি হয়ে,
অসীমের এই সীমার কাছে,
থাকব না আর চুপটি করে,
ভাসব এবার খুশির সুরে।
আজ যে আমি বাঁধন ছাড়া,
আমায় ধরিসনে তোরা কেউ,
আয় সখি আয়, ডাকছে আমায়,
ঐ সাগর পাড়ের ঢেউ।
ধুয়ে নেব মোর চরণ-খানি,
রাঙিয়ে জীবন তার,
মাঝির লাগি গল্প করি,
ছারিয়ে সকল পাড়।
রইব না আর বন্দি হয়ে,
অসীমের এই সীমার কাছে,
থাকব না আর চুপটি করে,
ভাসব এবার আপন সুরে।