তুমি প্রভু মনের মাঝে, তুমি জগত জুড়ে,
তৃষিত, আকুল, বৈশাখী-দিনে, মেঘের কালো চুলে।
তুমি প্রভু পাগল হাওয়ায়, সকল ফুলে-ফুলে,
তুমি প্রভু ঘরে-বাইরে, আকাশ পাড়ে-গোপন পুড়ে।


তোমারে যত জেনেছি প্রভু, চিনেছি আমি আমার আমিরে,
পেয়েছি নতুন নতুন ভাবে, সব অভিমান শেষে।
তুমি প্রভু শুধু নও যে তুমি, লুকায়ে থাকা আমার আমি,
তুমি প্রভু প্রানের ঠাকুর, তুমি অন্তর্যামি।