যমুনার কুলে আমি ঘর বাঁধিলাম,
বাঁশির সুরে আমি মন হারিলাম,
আমি কাঁদিলাম, দুঃখ-সাগরে ভাসিলাম,
শুধু বিরহ নাহি বুঝিলাম।
অষ্টগোপীর শিরোমনি রাঈ সাজিলাম,
প্রেম-অহংকারে কলঙ্কের কালি মাখিলাম,
নিজ গৃহে আমি বনবাস সহিলাম,
শুধু আমি বিরহ নাহি বুঝিলাম।
হরি নামে আমি জগত মাতিলাম,
জীবন-মরণের মিলন দেখিলাম,
আমি পাপ-পূণ্যের বোধ ছাড়িলাম,
শুধু আমি বিরহ নাহি বুঝিলাম,
আমি বিরহ নাহি বুঝিলাম!!