আজি রাতে ঝর ঝর,
প্রভাত এসে ফিরে গেল,
এলনা আর দখিন হাওয়া,
ঝড়ের কাছে সে সব হারাল।
মেঘের সাথে লুকোচুরির হয়নি সে খেলা,
খোপার বাঁধন রয়েই গেল হল না আর খোলা।
হারিয়ে গেল সকল কথা,
ফুরাল সেই সকল বেলা,
ঢেউ হয়ে সে কেড়ে নিল,
স্বপ্নে গাঁথা আমার মালা।
আজি রাতে ঝর ঝর,
প্রভাত এসে ফিরে গেল,
এলনা আর দখিন হাওয়া,
ঝড়ের কাছে সে সব হারাল।
বৃষটি আমি চেয়েছিলাম,
অঙ্গ আমার ভেজে,
বুঝিনি আমি কোন সে ছলে,
এমন চোখে জল আসে।
বুঝিনি আমি কোন সে ছলে,
নৌকা আজি ডুবি,
মাঝি আমার কিসের লাগি,
কূলের পানে ছুটি।
আজি রাতে ঝর ঝর,
প্রভাত এসে ফিরে গেল,
এলনা আর দখিন হাওয়া,
ঝড়ের কাছে সে সব হারাল।