আহা! আজি মধুরাতে, জোৎস্না মাখা অঙ্গে, কে আসিলো হায়!
আসিলো জোয়ার, বন্ধ সব দ্বার, গগনপাড়ে কে আঁখি তুলে চায়!
বধুরও নয়নও, ফুলেরও কুসুমও, সে কেনও ঝরে যায়!
পায়েরও নুপুরও, কূলেরও কলঙ্কও, এমনও রাতে কে বাঁশি বাজায়!
বিরহেরও মান, মিলনেরও টান, যদি ভাঙে ঐ যমুনারও পাড়!
হাওয়ারও পরশন, হৃদয়েরও স্পন্দন, মরি আমি আহা! সেই লাজে হায়!
সংসারও ভার, হাসিখেলা তার, মনও যেনও আর নাহি চায়!
আসিলো জোয়ার, বন্ধ সব দ্বার, গগনপাড়ে কে আঁখি তুলে চায়!!