দেখেছি তোমারে স্বপ্নের দেশে
দেখেছি তোমারে মুক্তিরও বেশে।
সেজেছো তুমি প্রেমের আলোতে
সক্ষমো তুমি এ মন ভোলাতে।
এ মনের নীবিরতা,বোঝেনিতো জগৎটা
ভেবেছে হয়ত পাষাণ এই হৃদয়টা।
বুঝেছো তুমি, বুনেছো যে আশা
গলেছি আমি দেখে ওই মায়াবী চোখের ভাষা।
পরনে শাড়ি,ঠোঁটেতে হাসি চলেছো প্রভাতোপ্রাতে
উঠেছে সূর্য রেঙেছে তোমায় তারই লাল আভাতে।
দুলিছে কোমর নাচে যে ভ্রোমর প্রকৃতির তালে তালে,
এ জীবনে তুমি,চলে যে এলে সাগরের ঢেউ তুলে।।