রক্ত ক্ষরণ হচ্ছে হোক
সবটাই তো মিথ্যের স্রোত,
রক্ত একদিন বন্ধ হবে
তবু মিথ্যে বয়েই চলবে।
যারা মিথ্যেটা বলতে শিখেছে,
তারাই তো আজ রাজা হয়েছে।
আজও সকালে সূর্য ওঠে ,
মিথ্যের এই কালো আকাশে।
সময়ের সাথে মানুষ বদলেছে ,
সত্যিটা আজ মিথ্যের আড়ালে চাপা পড়েছে।
তুমি যতই ভালোবাসো,
আপন ভেবে মনেতে ধরো,
দেখবে আপনও সেদিন পর হবে ,
সত্যিটা যেদিন তুমি বলে দেবে।
সেদিন তুমিও বদলে যাবে ,
মিথ্যে কে সেদিন আপন করবে।
রক্তটা সেদিন খুবই সস্তা লাগবে ,
তুমিও মিথ্যের স্রোতে বয়ে চলবে।