তুমি সদ্য ভোরে ফোটা
কোনো একটি ফুল,
একটু স্পর্শ পেতে মন
আনচান ব্যাকুল।
তোমার ঐ পাপড়ির ছোঁয়া
আমায় একটু নিতে দাও,
সে ফুলে গন্ধে মাতল
আমায় ঘ্রাণ নিতে দাও।
আমায় একটু ছুঁতে দাও।

ভোরের হওয়ায় পুবের দিকে
মিষ্টি গন্ধের হাতছানি,
রোজ সুমধুর বাতাস এসে
ভরে যায় বাতায়ন খানি।
হটাৎ মনে পড়ে যায়
সে ফুলের কথা,
রাগ ভরা চোখেতেও সে
আনে কোমলতা।

আমার বাগানে ফুটে তুমি
কত যে শোভা বাড়ালে,
কত ভ্রমর এসে হেথা
গান যে শোনালে।
সারা কানন মুখরিত
সে গানের সুরে,
মৌমাছিরা ডানা মেলে
আসে ফুলো তরে।
সে ফুলের গন্ধে আমিও মাতাল
আমায় ঘ্রাণ নিতে দাও,
আমায় একটু ছুঁতে দাও।