কে শোনে আমার ব্যথা
ওগো কে শোনে আমার ব্যথা,
না শুনিলে ক্ষতি নেই
মা যে শুনে মনের কথা।
ওগো কে শোনে আমার ব্যথা।
আমি শয়নে স্বপনে দেখি তারে,
সে যে আছে মম অন্তরে।
যখন ঘৃণা করে সর্ব লোকে আমায়
তখন কেঁদে রাখি তার পায়ে মাথা।
কে শোনে আমার ব্যথা
ওগো কে শোনে আমার ব্যথা,
মা শোনে মনের কথা
ওগো কে শোনে আমার ব্যথা।
খিদের যাতনা সয়না যখন,
মা মা বলে ডাকি তখন।
অন্নপূর্ণা রূপে আসেন তিনি
মিটে যায় শত ক্ষুদা যাতনা।
কে শোনে আমার ব্যথা
ওগো কে শোনে আমার ব্যথা,
মা শোনে মনের কথা
ওগো কে শোনে আমার ব্যথা।