বিনা মেঘে আজ এলো বরষা,
বাইরে বেরিয়ে দেখি সব আবছা।
বিনা মেঘে আজ এলো বরষা।
একটু এগিয়ে দেখি,
তার সেই মিষ্টি আঁখি।
যাকে ভেবে লিখেছি কত কবিতা
বিনা মেঘে আজ এলো বরষা।
সামনে গিয়ে হাত বাড়িয়ে,
নিলাম তাকে বুকে জড়িয়ে।
স্বপ্ন সত্যি হলো জীবনে আমার,
বৃষ্টিতে ভিজে দুজনে হবো একাকার।
কিছু বলে লোকে আজ,
ভেবে নেই কাজ,
অত শত আজ ভাবিনা।
বিনা মেঘে নেমে এলো বরষা।
বৃষ্টির ফোঁটা তার লাগছে বুকে,
আজকে বৃষ্টি যেন অন্য রূপে।
আকাশ বাতাস সব করছে খেলা,
কোন জাদুতে ভিজছি অবেলা।
হোকনা যত ভুল,
দেব যে মাশুল,
এই দিন আর ফিরে পাবোনা।
বিনা মেঘে আজ এলো বরষা।