বলো কি হবে তোমায় ভালোবেসে,
যদি তুমি না বসো
না আসো কাছে
তবে কি হবে তোমায় ভালোবেসে।
আমি রজনী ফুলেরও মালা গেঁথে
বসে আছি পথ পানে চেয়ে চেয়ে,
তুমি কেমনি নিঠুর প্রাণ সখা হে
কি নীরবে আছো কোথা লুকায়ে।
তবু মন মানে না
কি করি এখন যে,
কি হবে তোমায় ভালোবেসে
বলো তবে কি হবে তোমায় ভালোবেসে।
দেখি শিয়রে বসে কে বাজায় সুর
আমি বিমনা হয়ে শুনে যাই,
আঁখি খুলে যখনই ছুঁতে চাই
দেখি সেথা তুমি নাই তুমি নাই ।
ভেজা নয়ন দুটি
কিসের পরিহাসে
বলো কি হবে তোমায় ভালোবেসে,
যদি তুমি না বসো
না আসো কাছে
তবে কি হবে তোমায় ভালোবেসে।