মেঘ ঘনিয়ে বর্ষা এলো
রিমঝিম রিমঝিম সুরে,
যতই বেঁধে রাখবো ভাবি
থাকতে না চায় সে ঘরে ।
এমন দিনে হঠাৎ করে
সেই দিনগুলো মনে পড়ে ,
ভাইয়ের সঙ্গে ওই যে দূরে
নাইতে যাওয়ার পরে।
সারা গায়ে কাদা মেখে
বৃষ্টিতে হতো ভেজা ,
বাড়ি ফিরে মায়ের হাতে
মিলতো কত সাজা ।
সেই সব দিন মনে ফেলে
চোখে বৃষ্টি ঝরে,
সেই বৃষ্টি আর এই বৃষ্টি
কি এক হতে পারে ।
এখন অনেক কাজের চাপ
বৃষ্টিতেও হয় ভেজা,
সে তো নেহাত কাজের জন্য
থাকেনা কোনো মজা।
হটাৎ যদি পাই ফিরে
হারানো সেই সময়,
স্মৃতি নিয়ে ভিজব সেদিন
থাকবে না কোনো ভয়।