ভাল থাকুক ভাল আমার সবার ভাল তোর ভাল,
হোক না বিদায় অশুভ সব খারাপ আমার তোরগুলো।
বিদায় হোক হিংসা দ্বেষ ধর্মের ক্লেশ
দ্বন্দ্ব মনের ভুলগুলো,
বন্দিত হোক বিকশিত হোক
ইহজীবনের মর্মার্থ - ভালবাসা যথার্থ।
কার লাগি তুই করে মরিস
কেনই বা তুই করিস লুট ?
সুখের খোঁজে কেন যে তুই
শত্রু হয়ে ছিনিয়ে নিয়ে নির্মমতায় খুজিস সুখ ?
সুচাগ্র মাটিও যে যাবেনা সেদিন তোর সাথে,
বড় প্রিয় তোর দেহটাকেই ছাড়বি যে তুই মুহূর্তে !
তাই ভাল থাকুক ভাল আমার সবার ভাল তোর ভাল,
হোক না বিদায় অশুভ সব খারাপ আমার তোরগুলো।
______________________
অমিতাভ (১৫.৮.২০২০)