তুমি কোথায় ?
তুমি কি আছ ?
দেখতে কি পাও তুমি ?
আচ্ছা - দেখছনা কি আমরা সব
কেমন আস্তে আস্তে হয়তোবা আরও আস্তে
তবে যাচ্ছি হারিয়ে চোরাস্রোত চোরাবালি নয়তো দাবানলে,
ডুবতে ডুবতে ডুবেই চলেছি ক্রমে ক্রমে ।

যে তোমাকে জানি
যে তুমি ছিলে আলোকবর্তিকা হয়ে মননে চিন্তনে
সেই তুমিও কেমন আলোকিত নয় আর
আবছা থেকে ধোঁয়াশা হয়ে যাও তুমি ক্রমে!

অসত্যের দুন্দুভী বাজে চারিদিকে
কান পাতলেই শুনি কিরাতের হাসি,
উল্লাসে ওরা সবে করে আস্ফালন।
সত্য অনুজ্জ্বল হয়ে ক্রমেই ম্রিয়মান।

তুমি কোথায় বলতো ?
তুমি কি সাগরের অতলে না শৈল শিখরে?
নাকি তুমিও চাও না আর
আমরা হই উজ্জ্বল হই আগুয়ান !

যে তোমাকে জানি
যে তুমি ছিলে আলোকবর্তিকা হয়ে মননে চিন্তনে
সেই তুমিও কেমন আলোকিত নয় আর
আবছা থেকে ধোঁয়াশা হয়ে যাও তুমি ক্রমে!
_________________________
অমিতাভ (২৪.৯.২০২২) গৃহকোণ