মন তো জানেনা আজও সে বোঝেনা কিছুতেই
কেমন করে কখন তুমি এলে কোন পথে?
শিষ দিয়ে এক হলুদ পাখি হয়ে - তুমি বসলে জানালায় !
রাতের বিষণ্ণ ছায়ায় যেমন নেমে আসে চাঁদ,
নীরবেই দিঘীজল নদী বন আলোতে ভাসায়
তার অম্লান অকরুণ জোৎস্নাধারায় - তুমি এলে।
আলোর প্রদীপ হাতে তুমি সাঁজের বেলায়
আমার আঁধার ঘেরা ভিতর বাহির সাজিয়ে দিলে
তোমারই অমল আলোর স্ফটিক আভায়।
এলেই যদি কেন বল এলেনা আরও একটুকু আগে?
অস্থির এই মন মরুভূমে তুমি বৃষ্টিকণা, তুমি পূবালী হাওয়া।
মন তো জানেনা তোমায় কি শুধুই দেখে যাব - নাকি শুনবো দুকথা !
সুর তাল লয়ে প্রভাতী সঙ্গিত হয়ে
ভাঙালে দুঃস্বপ্ন ভরা কালোরাত ঘুম,
বেরঙী রুক্ষ এই বিরান মনের ঘরে - তুমি এলে।
শিউলি গন্ধে ভরা নতুন প্রভাতে পূবের আকাশ ওঠে হেসে
সোনারদ্দুর ওই নুতনেরে কোরে আহ্বান ,
মনের আঙিনায় তুমি এলে।
এলেই যদি বল কেন এলেনা আরও একটুকু আগে?
বদলায় পথ বন নদী জপমালা - বদলায় মরু সাহারা,
রিমঝিম বৃষ্টি নামে হৃদয়ের আঙিনায় - তুমি এলে।
_______________________________________
অমিতাভ (৩১.১০.২০২২) গৃহকোণ, রাত ২-৩৫