তোকে কাছে পাওয়ার আশায়
তোকে দেখতে চাওয়ার নেশায়
অপেক্ষার তেষ্টায় আমি -
কাটাই সুখের অসুখে।
স্বপ্নে দেখি তোকে
বাহুলগ্না তোর ছবি আঁকি - তৃষ্ণার্ত এই বুকে,

মনের কোনে তুই বাহারী
তবুও কেন ছুঁতে নারি,
মন চাইলেও সেই কোন সুদূরে
তোর যে অন্য পাড়ায় বাড়ি,
তাই একলাটি পথ চলি
আমার একলা লাগে ভারি।

তীব্র দহন নিয়ে আমি লোনা জলে ভিজে
বৈরী বাতাস এলোমেলোয় আমার কান্নহাসি,
সুখের অসুখ নিয়েই ফিরি আমি একলা পথচারী ।
স্বপ্নে তোকে এঁকে কল্পনাতে সাথী করে
আমি একলাই চলি ফিরি,
একলা পথে আমার যে একলা লাগে ভারি।
---------------------------------------
অমিতাভ (১৫.২.২০২৩)