এ' শহর এই নগর সভ্যতা আজ বড় জঞ্জালময় লাগে,
জীবন চতুরঙ্গে দেখি বড় বেনিয়ম।
মন বলে তাই - সব ছেড়ে চলে যাই সুদূরে কোথাও
যেখানে আকাশ নদীকে জড়িয়ে আছে গায়ে গায়।

অলক্ষে কবেই দেখি উড়ে গেছে সব
সোনার মাছিগুলো,
বাড়া ভাতে ছাই ফেলে
ওরা আজ খোঁজে দেখি মুক্তো মনি ধুলোয়।

অতর্কিতে ঘটে কত বলি, রক্তের হোলি নাহয় রাহাজানি,
বিলম্বিত লয়ে দেখি বিচারের বাণী!
বেলাগাম ঘৃণা মনে ধর্মের বিদ্বেষে,
যুদ্ধ ভীতি আর রিরংসার মাঝে একা একা বসে সব হতাশায় ভাবে।

ভাবে আর সকলেই এক একটি দ্বীপ বানায়, একলা বাসিন্দা তার হয়,
একত্রিত হয়ে আর পারেনা সোচ্চার হতে শুধু সংশয়।
সদর্পে অনিয়ম দুঃশাসনেরা হয় আগুয়ান,
হাঁটুতে মাথা গুঁজে যে যার তৈরি দ্বীপে বসে দেখে যায়
মানবিকতার লুন্ঠন বস্ত্রহরণ।

বেলা বয়ে যায় ফুলেরা শুকায়
না চাইলেও ঢলে রবি,
কারা ওরা ঘেঁটে করে জল ঘোলা
জানেনা কি রেখেছে লিখে ভবি?

এ' শহর এই নগর সভ্যতা আজ বড় জঞ্জালময় লাগে,
আহত এ'হৃদয়  যন্ত্রণায় দাউদাউ যায় জ্বলে
বারেবারে তাই শুধু মনে হয় - আর নয় আর নয়,
নীরব করে দাও হে এবার, স্তব্ধ এ'দেহে ঝরুক শান্তির বারি।
______________________________

অমিতাভ (১১.১২.২০২৪) গৃহকোণ