তালেগোলের এই চরকি চালে
আর যে বাঁচার উপায় নেই,
জনসেবার আওড়ে বুলি
আমজনতার রক্তে কেমন খেলছে ওরা হোলি !
দিকে দিকে স্বজন হারার আহাজারি
ওদের বিনোদন বিলাস।
কে যে কখন কোনখানে কী
তা যে বোঝা বড় দায় ।
গাড্ডায় হাতিকেও চামচিকি মারে
আবার নীল শৃগাল হয় রাজা বনের ,
দশচক্রে ভগবান হয় ভুত ।
বিষন্নতায় ছায় যে আকাশ, শূন্যতা চারিদিকে
শোষকের শাসন বিলাস শবের মিছিলে,
গিরগিটিদের চলে বন মহোৎসব -এ'সময় ওদের মধুমাস।
ন্যয় অন্যয়ের নেই কোনও ব্যবধান
সত্য নিয়েছে বুঝি আপাত বনবাস।
আমজনতার ঋজু হয়ে মাথা নিয়ে ধড়ে
বাঁচতে চাওয়া আজ মহাপাপ ,
কে যে কখন কোনখানে কী
বুঝতে মানা- বুঝে হবেই বা তায় কী?
__________________
অমিতাভ শূর (১৭.৭.২০২৩)