সেদিন ভোরের সোনামাখা সোনালী রোদ্দুরে
করুণ চোখে আহত তার নরম ডানা নিয়ে
জানালায় বসেছিল এসে যেই হলুদ পাখিটা,
ভোরের প্রথম আলোয় সেদিন কি মুগ্ধতায় তাকে শুধুই দেখে যাওয়া।
শিস দিয়ে তার দুলিয়ে পাখা
করুণ চোখে এদিক ওদিক শঙ্কিত তার ছিল চাওয়া,
কি যেন এক অকথিত নালিশ শুনি তার ওই চাপা শিসে,
সে আমার এক নতুন পাওয়া হয়েছিল - উদাসী এই মনে।
বিনিদ্র প্রতিরাতে নিশাচরের নিপুণতায়
রাতচরা পেঁচার মত যেই আমি যাই দিশাহীনতায় বয়ে,
ইতস্তত ভেসে বেড়ানো আলেয়াদের মাঝে
এক আলোময় দীপশিখা সম হলুদ পাখিটাকে সেদিন দেখেছিলেম ভোরে।
স্নেহভরে হাত বাড়াতেই বসল এসে ভোরের আলোয় ভাললাগা হলুদ পাখিটা
রংচটা এই কলতানহীন, মৌন, বিষম আমারই হাতের 'পরে,
বড় লাগল ভাল প্রথম আলোয় বাসতে তাকে ভাল
একটা জীবন চেয়ে উড়ে আসা ওই ডানা ভাঙা হলুদ পাখিটাকে।
____________________________
অমিতাভ (২২.৯.২০২৪)গৃহকোণ, সকাল ৭-৩২