দিনের আলোয় তারে শুধু যাই ভেবে
রাতে সে বাড়ায় হাত ছোঁয়না আমারে,
একরাশ শিউলি হয়ে সে সুগন্ধ ছড়িয়ে যায়
মনের ঘরের যত আনাচে কানাচে।
ভালোবাসা - সে যেন মেঘে আড়াল করা চাঁদের
জোৎস্না নিয়ে লুকোচুরি খেলা,
সারা আকাশে ছড়ানো আলোর ফোয়ারার মাঝে
মেঘের ফাঁকে রূপোলী চাঁদের যাওয়া আসার মত।
ছুঁতে চাই বারে বারে ছুঁতে না পাই তারে,
সে শুধুই বাড়িয়ে যায় কাঙ্খিত লোভ- ব্যথা আর যত ব্যর্থতা ভুলিয়ে।
দিনভর হাপিত্যেসে কাটে শুধু তারে চেয়ে তারই অনুভবে
রাত নামে সে উত্তির্ন হয় আশাময় স্বপ্ন বিহারে।
দুহাত বাড়িয়ে যারে চাই অনিবার পেতে এক দুর্ভিক্ষের কাঙালের মত,
সে ভালোবাসা কি শুধুই জল রক্ত আর মাংসের ঘাঁটাঘাটি?
ভালোবেসে পেতে চাই স্নিগ্ধ চাঁদের আলোর মত মখমলি প্রলেপ,
দখিনি হাওয়ায় বওয়া বকুলের সুগন্ধ নিয়ে এক বিশুদ্ধ মনুষ্য জীবন,
নয় সে মুখোশে লুকোনো কোনও মানুষ দানবের
পেশিবলে বিকৃত বাসনা পুরণ।
চুম্বনে আলিঙ্গনে প্রেমের বিচ্ছুরনে স্নাত
ভালোবাসা হোক প্রার্থিত, আনন্দময়, তৃপ্ত - সূর্যকরোজ্বল এক বিমুগ্ধতা ।
_______________________
অমিতাভ (৪.১১.২০২৪)