একটু একটু করেই
এই যে ক্রমান্বয়ে তোর কাছে আসা,
ক্রমেই তোকে আমার কেমন শুধুই ভাল লাগা,
এই যে তোকে পাওয়ার আশায় অপেক্ষা রাতদিন
ক্রমেই তোকে চোখে হারাই আমি অন্তহীন,
এ সবই কি অদৃশ্য কোনও অলীক হাতের যাদু ?
নাকি তোকে চাওয়ার তোকে পাওয়ার -
এ আমার এক বদ্ধপাগল নেশা !
আমার নিঃশ্বাসে তোর গন্ধ যে পাই
প্রশ্বাসে তোকে হারাই ,
এই কি তবে ভালোবাসা, দেহঘেসা তোর মনকে চাওয়া?
আমার তা জানা ছিলনা।
আজ আমি যে নেই আমি আর
কখন যে মন হল চুরি হয়ে গেছে সে তোর,
নজরবন্দী এই আমি আজ দ্বারপ্রান্তে তোর ,
সমর্পিত দেহ মনে তোর হয়েছি শিকার।
-----------------------------
অমিতাভ (৫.৫.২০২৩) গৃহকোণ