এ' কয়দিনে অনেক তো জল বয়ে গেল কপোতাক্ষ গঙ্গা দিয়ে,
তাতেই যে ভাসতে ভাসতে মিলেমিশে সুখ ছিটিয়ে কুড়িয়ে তারে
দুই হৃদয় আজ অনেক কাছাকাছি ।
মন দেয়ানেয়ার পালাও বুঝি ছেড়ে এসেছি পিছে,
এখন বুঝি ভাসছি দুজন নোঙ্গর তুলে বদর বদর
অতুলন ওই ভালোবাসার সুখ প্লাবনে ভেসে ।
তবে জানিস কি তুই ? ভালোবাসার বাঁধন আরও শক্ত হয়ে গেরো লাগে
যখন তারই মাঝে হঠাৎ করে
একটু বিভেদ ঝগড়া বিবাদ মান অভিমান ঢুকে পড়ে।
একান্তে তাই ভাবছিলাম কবে আমার প্রিয় -
রাগ করে আমার সাথে গাল ফোলাবি আবার ,
কখন সে বলবে ফুঁসে - " যাও বলবনা তো কথা , তুমি ছুঁবেনা আমায় ",
আমি তখন সব ভুলে গিয়ে ব্যস্ত হব তার মান ভঞ্জনে - হতে আরও কাছের।
কি করে ভুলি তার ওই ব্যকুলতা,
যার ওষ্ঠে এত মায়া,
চক্ষে যাহার আকুলতায় শুধুই হাতছানি,
রাখলে মাথা নরম বুকে শুনি শুধুই স্পন্দন আহ্বানের।
পাগল হয়ে থাকব বসে হাপিত্যেসে চেয়ে
কখন যে তুই বলবি এসে নিচু সুরে - " এই ",
আমি তখন শুধুই যাব ভেসে -
আমার বইতে থাকা আঁখিজলের সুখের ফোয়ারায় , এক বাঁধনহারা পাগলাঝোরা হয়ে তখন
ঝরব আমি ভাললাগায় তোর ভালোবাসার দেশে ।
আমিতো এক ছন্নছাড়া দিশাহারা
তোর প্রেমের আলোয় পথ খুঁজে পাওয়া
এক প্রেমিক আমি বলি জনান্তিকে ।
__________________________
অমিতাভ (১১.১২.২০২২ ) গৃহকোণ,রাত ১১-৩৫