ভুলতে তোকে পারিনা যে
বৃষ্টি ভেজা এই প্রভাতে,
মন আমার রয় যে পড়ে
আশমানি তোর আঁঁচল তলে।

ঘূর্ণি প্রেমের মাদকতায়  
তোর নরম বুকের ছোঁঁয়া পেতে,
তৃষিত এ'মন যায় হারিয়ে
তোর উষ্ণমদির আবাহনে ...

ঝিরি ঝিরি ইলশেগুড়ি
মনের কোণে দেয় দোলা,
তন্তু শিরায় ঢেউ তোলে সে
আজ মাতাল এ'মন সোনাবেলায় নির্জনে উন্মুখ।

তোর ভেজা আঁচল উড়িয়ে হাওয়ায়
হারিয়ে যাব আজ দুজনায়,
ভিজবে দেহ ভিজিয়ে হৃদয়
ভাসবো দোঁহে ব্যকুল হয়ে খুশির মোহনায়!

একটু হাসি একটু ছোঁয়া
না হয় হলামই বা একটু বেসামাল ...
আয়না রে তুই একটু না হয়
আজ নষ্টই নাহয় হলাম প্রেমে ভিজে ।
--------------------------------------
অমিতাভ (৬.৮.২০১৬) বাড়ি, সকাল ৭-০০