একটু একটু এই তোকে না -
যতই দেখি ততই কেমন লাগছে যেন ভাল,
দিচ্ছে ফাগুন হাওয়া সেও একটু এলোমেলা।
চাইছে যে মন এমন তোকে একটু কাছে পেতে
একটু বসে একটু দেখে একটু কথা বলে তোকে
চাই একটুকু দিই ছুঁয়ে ।
রাগ হয়ে তুই বলবি যখন
উহ সভ্য তো নয় - ছুঁবিনা তুই,
ইচ্ছেটা নয় শুধুই যে তোর - যাতো যা সরে তুই দূরে,
শোন, নিরুপায় এই আমার দুচোখ চায় শুধুই দেখি তোরে,
অমন নাক ফুলিয়ে লাল নাসাতে
থমথমে তোর লাল অধরে - দেখি অভিমানী তোকে।
ইচ্ছে করে চুপ দুপুরে রইব চেয়ে মুগ্ধ হয়ে
চিত্রার্পিত হয়ে আমি তোরই পানে চেয়ে
থাকব শুদ্দু তোকে দেখে।
তোর মুখ ঘুরিয়ে কটমটিয়ে চাওয়া
দেখব অমন পিছন মুড়ে থাকা
কাঁপা কাঁপা ওই রাগে ফোলা গালের মালিক তোকে ।
___________________________
অমিতাভ (২০.৯.২০১৪) গৃহকোণ, বিকেল ৫-২০