আমি আছি
তোর মনকে নিয়ে
তোর সাথে তোতেই মজে
তোরই মনের মাঝে ।

আমি আছি
তোর ডাইনে বাঁয়ে উপর নিচে
আছি দু গাল ছুঁয়ে তোর বুকের তলায়,
কানের পাশে তোর রেশমি চুলে নুয়ে ।

আমি আছি
তোর বেদনায়,আনন্দে তোর আছি প্রসন্নতায়,
বকুলগন্ধ মুঠো ভরে ভরিয়ে দিতে সুখের ছোঁয়ায় -
আমি আছি তৃষ্ণার্ত চাতক অপেক্ষায় ।

আমি আছি
আনমনে তোর স্বপ্ন আঁকায়
আনন্দে তোর বিড়ম্বনায়,
আছি মুখ গুঁজে তোর হাহাকারে বালিশ ভেজায় পাশে ।

হাত বাড়ালেই তুই দেখে নিদ
আমাকে তুই পেয়ে যাবি তোরই অনুভবে,
দেখ চেয়ে তুই আমি আছি
তোর চোখের মনি জুড়ে ।
_________________
অমিতাভ (২৬.৮.২০২২)গৃহকোণ