তুই কি জানিস কোথায় কেমন আছি আমি ?
অপেক্ষাতেই বসে থাকা, পথ চেয়ে তোরেই ভাবা
যদিও আর কোনও দিনও আসবি না তুই জানি।
সমান্তরাল পথে এখন যাত্রা তোর আমার,
অপেক্ষার এই আজব খেলা উত্তরহীন নিষ্ফলা -
তবুও আমার পথ চাওয়া শেষ হবেনা জানি ।
-----------------------------
অমিতাভ (৩০.১.২০১৭)