কেউ জানেনা কখন যে সে
কোথা হতে হয় শুরু
চঞ্চলা সে একগুঁয়ে এক,
সে যে বাঁধন মানেনা কোনও ।
মান অভিমান আবেগ যত
উজাড় করে দেয় ঢেলে
মনের ঘরে কি দুরন্ত
বৈশাখি সে ঝড় তোলে।
কি বেয়াদব কি বেয়াদব
কি যে বেসরম
বড়ই অবুঝ অবোধ্য সে
শোনেনা সে কোনও বারন।
শুরু হতে জানে সেতো
কোথায় যে শেষ জানেনা
স্বর্গসুখের ছোঁয়া সে দেয়
ভাঙ্গলে নরক যন্ত্রনা।
ভালবাসা ভালবাসা
কখন যে সে বাঁধে বাসা
জানেনা সে বাঁধন কোনও –
যুক্তি তক্ক মানেনা।
---------------------------
অমিতাভ (৫.১.২০১৭)বাড়ি দুপুর ১-০০