আকাশে ওই চাঁদ যে পোড়া
কখন যে সে নিয়েছে বিদায় ,
সাদামেঘ আর হাজার তারা ।
হুলুস্থুলের মাঝেই দেখি
শূন্য হৃদয়, ভালবাসা,
বিকোয় সে আজ পণ্য হয়ে বিনিময়ে
আসরে নেই প্রেম ।
পাণপেয়ালায় বন্দী রসিক
সুধারসের হাতছানিতে ,
রাতের কালোয় নীল আলোর নিচে
বিভ্রান্ত বিবেক ।
চলকে পড়া রঙিন নেশায়
খসছে আঁচল, ভাঙছে বাঁধন ,
কামিনী কাঞ্চনে বিলীন -
আলোতে আঁধার ।
তাই কি দাগ লাগলো চাঁদে
চাঁদ পুড়ে ওই মেঘের ফাঁকে
সরমে লুকায়?
__________________
অমিতাভ (৩০.৩.২০২১)