তোকে নিয়ে চলব পায়ে পায়ে
ও’পথ দিয়ে গাঁয়ে
হাসনুহানা আরও কত জংলি ফুলের সাথে
লাল মাটির ওই মেঠো পথে পথে।
জানালা মনের খুলে দেব
সবুজ মনের আবাহনে,
হারিয়ে যাব নীল নির্জনে সাগরবেলায়,
পায়ে পায়ে ঝাউবনের ওই ঘন বনাঞ্চলে ।
ডানা মেলে উল্লাসে হারাবো দুজন
দেবো পানকৌড়ি ডুব,
গানের পাখি গাইবে যে গান
মগ্নমুখর হয়ে দুজন তখন সুখসাগরে চুপ!
------------------------------------
অমিতাভ(২.১২.২০১৭)বাড়ি, রাত ১১-৪৫