বড় রিক্ত বিবস মন -
মলিন ধূসর
একাকী এ'ঘর
এই মনের ভিতর।

কখন যেন চলে গেছে
ওই ভাল লাগাগুলো
ভালবাসা বিদায় নিল
কোন সে দেশান্তর!

বিরান হয়ে পড়ে রয়
হৃদযের প্রান্তর,
শুনশান বিমনা আজ
আমি যে  নিথর।
_______________
অমিতাভ (৮.৮.১৮)