ঢলে পড়ে রাত
আঁধার হতে ক্রমশ ঘনান্ধকারে
নীরব হতে নীরবতর ওই নিশুতির কোলে ।
দেয়াল ঘড়িটা যেন রাত বাড়ার সাথে
ক্রমেই সোচ্চার হয়ে উঠে
করে চলে চিল চিৎকার ।
ঝিঁঝিঁ আর ব্যঙেদের যুগল বন্দীতে
মেতে ওঠে রাত হায়নার দাঁত নিয়ে
ওরা কারা যেন করে বিচরণ ।
বেদনারা একে একে সারি বেঁধে
হয় মঞ্চে আসীন,
ওরা উল্লাসে উড়ায় কেতন।
বিষন্ন রাত্রি আরও বিষন্নতর হয
কালপ্রবাহে বেড়ে চলা সমাজের
ক্লীবত্ব ও কলুষতার ভারে।
অশান্ত অস্থির এই মন
উদ্ভ্রান্ত হয়ে করে রাত্রি যাপন
এককোণে - একান্তে নির্ঘুমে।
__________________________
অমিতাভ (৩০.১০.২০২২) গৃহকোণ